অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার মুল হোতা সাবেক ওসি প্রদীপ কুমার দাশের শীর্ষ সহযোগি কনস্টেবল রুবেল শর্মাকে দ্বিতীয় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
দুই দফায় ১২দিন রিমান্ডে কনস্টেবল রুবেল শর্মাকে ব্যাপক জিজ্ঞাবাদ করেছে তদন্তকারী সংস্থা র্যাব। দুই দফার রিমান্ডে তার কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে- এমনটি জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। তাই নতুন করে আর রিমান্ড আবেদন না করে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযোগ রয়েছে, ওসি প্রদীপের সকল অপকর্মের প্রধান সহযোগি ছিলেন কনস্টেবল রুবেল শর্মা। আলোচিত মেজর অবসর প্রাপ্ত সিনহা হত্যায় গত ১৪ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে র্যাব। ৩০ সেপ্টেম্বর রুবেল শর্মাকে সাত দিনের রিমান্ডে নেয় র্যাব। পরে ২৮ অক্টোবর দ্বিতীয় দফায় আরো ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।