ডেস্ক রিপোর্টঃ
কক্সবাজার টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে শীর্ষ রোহিঙ্গা ডাকাত জাকির গ্রুপের সক্রিয় সদস্য ও ২ সোর্স সহ মোট ৩জনকে আটক করেছে এপিবিএন।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
তথ্য সূত্রে জানা যায়, এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান ও সহকারী পুলিশ সুপার এটিএম তোফাজ্জল হোসেনের নেতৃত্বে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে শীর্ষ রোহিঙ্গা ডাকাত জাকিরের সহযোগি নয়াপাড়া ই-ব্লকের শেড নং-৯৭৩, এমআরসি-৫৪৩৯৪ এর বাসিন্দা আমির হামজার পুত্র শফি (৩০), বি-ব্লকের শেড নং-১০৩৬, রুম নং-১১ এর বাসিন্দা মুল্লুক আহমদের পুত্র দোস্ত মোহাম্মদ (৩৭) এবং ই-ব্লকের মন্তর হোসনের পুত্র জাফর হোসেন (৫৩) কে গ্রেফতার করা হয়।
ধৃত আসামীরা জিজ্ঞাসাবাদে ১নং আসামী ডাকাত জাকির গ্রুপের সক্রিয় সদস্য এবং অপর আসামীরা ডাকাত জাকির গ্রুপকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করে আসছে বলে স্বীকার করেছেন।
কক্সবাজার ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক হেমায়তুল ইসলাম এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন।