আবু হুরাইরা রাসেল, যশোর জেলা প্রতিনিধিঃ
কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের নেপাকাটি কমলাপুর এলাকায় মঙ্গলবার রাতে দূর্বৃত্তের হাতে আবু সাঈদ সরদার (৪২) নামের এক ব্যাক্তি খুন হয়েছে।
সে পার্শ্ববর্তী কন্দর্পপুর গ্রামের ইজহার আলী সরদারের ছেলে। নিহত আবু সাঈদ ব্যাটারি চালিত ভ্যান চালাতো। পাশাপাশি পুরনো ব্যাটারি কেনা-বেঁচা করতো।
এলাকাবাসী জানায়, পুরনো ব্যাটারি ক্রয়ের কথা বলে সন্ধ্যা সাতটার দিকে অপরিচিত কেউ তাকে ডেকে নিয়ে নির্জন রাস্তায় তার মাথায় এলোপাথাড়ি কুপিয়ে খুন করে। এসময় তার ভ্যান ও ব্যাটারি নিয়ে গেছে দূর্বৃত্তরা।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন জানান, হত্যার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও ঘটনার সাথে জড়িতদের আটকের ব্যাপারে পুলিশ অভিযানে আছে।