মোহাম্মদপুরের জহুরী মহল্লার বিহারিপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
বিকাল সোয়া চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বেশি ছিলো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কিভাবে সেটা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।সেইসাথে ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর জানানো হবে বলে জানিয়েছে তারা।