হেলাল উদ্দিন, টেকনাফঃ
মুজিব শতবর্ষ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ-২০২০ এর শুভ উদ্বোধনী খেলা ২৯ নভেম্বর দুপুর ২.৩০ মিনিটের সময় বান্দরবান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন কক্সবাজার জেলা ফুটবল টিম বনাম রাঙামাটি জেলা ফুটবল টিম।
খেলায় কক্সবাজার জেলা টিম ৫-০ গোলে রাঙামাটি জেলা ফুটবল টিমকে পরাজিত করেছে। কক্সবাজার জেলা টিমের পক্ষে গোল করেন- সাঈম ৩, সাগর ১, জাহাঙ্গীর-১।
কক্সবাজার জেলা টিমের হেড কোচ মাসুদ আলম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।