টাকার বিনিময়ে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের অভিযোগ তদন্তে কমিটি করেছে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর।
মঙ্গলবার ছাত্রলীগের কেন্দ্রিয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে সংগঠনের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহীন ও প্রশিক্ষক সম্পাদক হায়দার মোহাম্মদ জিতুর সমন্বয়ে দুই সদস্যের এই কমিটি করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
উল্লেখ্য, সম্প্রতি সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি থেকে আট লাখ টাকা নেয়ার পরও অন্য পক্ষ থেকে বিশ লাখ টাকা লেনদেনের বিনিময়ে নতুন কমিটি অনুমোদনের বিষয়ে সংবাদ প্রচার হয় বিভিন্ন গণমাধ্যমে।