ডেস্ক রিপোর্টঃ
অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল, সভা-সমাবেশ করা যাবে না। সংবাদ বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
ডিএমপি কমিশনারের সই করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইদানিং ঢাকা মহানগরে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই, সভা-সমাবেশ, গণজামায়েতসহ নানা কর্মসূচির ঘোষণা দিচ্ছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন। এতে মিছিল-সমাবেশকারীদের শৃঙ্খলা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়ে।
এছাড়া কোনো কোনো দল-গোষ্ঠী বেআইনি সমাবেশ করে জনগণের জানমালের ক্ষতিসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার সুযোগ পায়।