আগামী এক সপ্তাহের মধ্যে ভাস্কর্য বিতর্কের পুরোপুরি সমাধানের আশা করছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, ইতিমধ্যে সমস্যা অনেকটাই সমাধান হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) জামালপুর সার্কিট হাউসে আওয়ামী লীগ নেতা ও জামালপুর প্রেস ক্লাব নেতাসহ বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িকতার বাংলাদেশ গড়তে যা করা দরকার ধর্ম মন্ত্রণালয় থেকে সেই ব্যবস্থা নেয়া হচ্ছে।
পরে ধর্ম প্রতিমন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।