ইতালির সর্বকাল সেরা স্ট্রাইকারদের একজন পাওলো রসি আর নেই। মারা গেছেন ঘন্টা দুই আগে।
ইতালির ১৯৮২ র বিশ্বকাপ বিজয়ে সবচাইতে বেশি ভূমিকা রেখেছিলেন তিনি গোলদাতা হিসেবে। একই বছর “ব্যালন ডিওর” ও জিতেছিলেন এই যুভেন্টাস হিরো।
বাংলাদেশ সহ দুনিয়ার বহু দেশে ইতালি দলকে জনপ্রিয় করার পিছনেও তার অনেক বড় অবদান ছিলো।