দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ও তার বাবার ওপর হামলা মামলায় চার্জ গঠনের দিন ঠিক করা হয়েছে ২৯ ডিসেম্বর। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আসামি রবিউল ইসলামকে।
এ সময় জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে তদন্ত শেষে গত ২১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
গত ২ সেপ্টেম্বর রাতে সরকারি বাসভবনে হামলার শিকার হন, ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখ। এ ঘটনায় ২০ সেপ্টেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বাসভবনের সাবেক কর্মচারী রবিউল ইসলাম।