ডেস্ক রিপোর্টঃ
রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি’র অনুষ্টানের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের প্রবেশে বাঁধা দেয়ার অভিযোগ ওঠেছে ক্যাম্পে নিয়োজিত এপিবিএন কর্মকর্তাদের বিরুদ্ধে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু তাহের ও কক্সবাজার ইলেকট্রিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম।
সাংবাদিক নেতৃদ্বয় তাঁদের নিজস্ব ফেসবুক আইডি’তে দেওয়া প্রতিক্রিয়ায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে এ ধরনের বাঁধা দেওয়ার বিষয়টিকে খুবই দুঃখজনক ও অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি মঙ্গলবার ১৯ জানুয়ারী বেলা দুইটার দিকে হেলিকপ্টার যোগে উখিয়ায় রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে অবতরণ করেন। সেখানে ক্যাম্প-৪, এক্সটেনশন-এ তে রোহিঙ্গা শরনার্থী মাঝিদের সাথে তিনি মতবিনিময় করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি এপিবিএন’র পুলিশ কর্মকর্তারা।