ডেস্ক রিপোর্টঃ
কক্সবাজার-টেকনাফ সড়কে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৫জনের মধ্যে কক্সবাজার সিটি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
১৯ জানুয়ারি (মঙ্গলবার) রাত পৌনে ৯টার দিকে উখিয়ার হিজলীয়ার পালং গার্ডেন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের জাফর আলমের ছেলে কক্সবাজার সিটি কলেজের সমাজবিজ্ঞান ৩য় বর্ষের শিক্ষার্থী এহসানুল হক মিসেল (২৩) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ২০ জানুয়ারি রাত ২:৩০ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি….রাজিউন)।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় বোন ছাত্রলীগ নেত্রী তসলিমা আক্তার রোমানা।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৫জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে মিশেলের অবস্থার খারাপের দিকে গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করেন।
আজ আসরের নামাজের পর তুতুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন জানাযার ময়দানে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগের প্রভাষক এহসান উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে তার মৃত্যুতে বন্ধুমহল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।