শনিবার কলঙ্কের মুকুট মাথায় নেয়া টেকনাফের বিশেষ দিন, ইতিহাস গড়ে নেওয়া একটি মহা পরিশুদ্ধির দিন। চুপসে যাওয়া বেলুনের মতন নিজেদের অহংবোধ, প্রভাব-প্রতাপ উবে যাওয়ার দিন। ইয়াবা ব্যবসার কফিনে শেষ পেরেক টুকে দেওয়ার দিন। হ ভাইসাব, আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ও পুলিশ প্রধান ডক্টর জাবেদ পাটোয়ারি সাহেব অপয়া জনপদ টেকনাফে পায়ের ধুলো নিয়ে পরাণের ডরে স্বতঃপ্রণোদিত হয়ে সমর্পিত ব্যবসায়ীদের উলুধ্বনি দিয়ে আত্মশুদ্ধির পথ বাতলে দিবেন। কয়েকদিন ধরে টেকনাফের অলিতে গলিতে এরকম খবরই বিলি করে মাইকিং হচ্ছে, আরো বলছেন কোনো ছোট বড় মাঝারি মানের ইয়াবা ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে বাক্স পেটরা নিয়ে পাইলট স্কুলের মাঠে হাজিরা হতে। সেকারণে আমি আগবাড়িয়ে আশার বাণীগুলো শুনিয়ে রাখলাম। হতে পারে আমি যা যা বলছি, এর একটিও না ঘটতে পারে কিংবা সুচারুরূপে ঘটতে পারে, তবে মন থেকে চাইছি সবকিছু চাঁছাছোলাভাবে ঘটুক। গত দশটি বছর যেভাবে দোর্দণ্ড প্রতাপ দেখিয়ে ইয়াবা ব্যবসায়ীরা সমাজের নৈতিক মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে, অনেকে জনপ্রতিনিধির খাতায় নাম লিখিয়ে সাধারণ মানুষের উপর রাম রাজত্ব চালিয়েছে, কেউ ভুুল করেও চিন্তা করেননি এদিনের শেষ কবে। আমি কিন্তু বরাবরই বলে এসেছি এই কালো দিনের শেষ একদিন হবেই হবে এবং অবশ্যই হবে। সেসময় বন্ধুমহলের অনেকে চ্যাংড়ামি বা ঠাট্টা মশকরা করে আমার কথার ওজন কমিয়ে আমাকে কোনঠাসা করে রাখতো। আমি সেভাবে তর্কে না জড়িয়ে পানসে মুখে সয়ে নিয়ে আলোর প্রহর গোনেছি। আসছে শনিবারটার জন্য দাঁতে দাঁত চেপে সবকিছু সজ্ঞানে স্কিপ করেছি। তারপরও বিবেকের তাড়নায় ৮-৯ বছর ইয়াবার বিরুদ্ধে নিরবিচ্ছিন্নভাবে লিখে গিয়েছি। যার কারণে অনেক খ্যাতনামা ব্যবসায়ীদের রোষানলে পড়েছি, সমাজে বহুজন তেরছাচোখে দেখেছে, নানাভাবে আক্রান্ত হয়েছি, আমার পরিবার আক্রান্ত হয়েছে। তারপরও থেমে থাকিনি, ভয়ে তটস্থ হয়নি। এখন খুব ইচ্ছে করছে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সামনে বসে থাকা ফ্যাকাশে চেহারাগুলোকে একঝলক দেখতে এবং মিডিয়ার ক্যামেরাগুলি যখন তাদের দিকে তাক করিয়ে কিককিক করে ফ্লাস মারতে থাকবে তখন ভ্রু কুঁচকিয়ে চিবুক নিচু করে রাখা মুখগুলোর সামনে থাকতে। সেই সুযোগ হয়তো হয়ে উঠবে না। সত্যি কথা বলতে কোনো ইয়াবা ব্যবসায়ীর সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব বা রেষারেষি আছে বলে তাদের বিরুদ্ধে লেখালেখি কিংবা সময়ে অসময়ে বিরোধাত্নক আচরণ করি আদতে তা নয়। স্রেফ নৈতিকতা মূল্যবোধের অবক্ষয় প্রতিনিয়ত দংশন করতো বলে, নিজের জ্বালাযন্ত্রণা আঙ্গুলের খোঁচায় উগরে দিতাম। কিছুটা প্রশান্তিও পেতাম। আমি সবসময় চেয়েছি এর একটি হেস্তনেস্ত হোক ভালোভাবে। আমি চাই গভর্নমেন্ট একাজটি ভালো ভালোই করুক, অন্তত এখানটাই সম্পূর্ণ পেশাদারিত্ব বা সদিচ্ছার প্রমাণ রাখুক, ইয়াবা নামক সামাজিক ক্যান্সারকে সমূলে উৎপাটন করুক। এরপরও কিছু প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায়। প্রশাসন এখনও খোলাসা করেনি আত্মসমর্পণ করা মানুষগুলোকে কীভাবে পুনর্বাসন করে রাস্তাঘাটে বৈধভাবে হাঁটাচলার সার্টিফিকেট দিবে বা তাদের অবৈধ উপায়ে অর্জিত সম্পদের কী সুরাহা হবে। প্রত্যাশা করছি প্রশাসন জাতির সামনে প্যানডোরাস বাক্স উন্মুক্ত করে উদাহরণযোগ্য সিদ্ধান্তের অবতারণা ঘটিয়ে ইতিহাসের স্বর্ণ পাতায় জায়গায় করে নিবে।
সর্বশেষ
টেকনাফ উপজেলা ছাত্রলীগের মনোনয়ন দৌঁড়ে এগিয়ে রয়েছেন যারা
ডেস্ক রিপোর্টঃ
রাত পেরোলেই শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলা শাখার সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা...
রাত পোহালেই টেকনাফ উপজেলা ছাত্রলীগের সম্মেলন
ডেস্ক রিপোর্ট:
রাত পোহালেই বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলার সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা তৈরী হয়েছে। এতে সভাপতি-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে...
রাত পোহালেই টেকনাফ উপজেলা ছাত্রলীগের নির্বাচন
ডেস্ক রিপোর্ট:
রাত পোহালেই বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলার সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা তৈরী হয়েছে। এতে সভাপতি-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে...
পিছমোড়া করে বাঁধি
ধ্বংস করি তব
উন্মাদে ভাসিয়া যে করে না সম্মান,
চুম্বনমন্ত্রে আলিঙ্গন করি তাঁরে
তরঙ্গহিল্লোলে নেচে গেয়ে করি আলিম্পনা
বাংলা ভাষায় আছে যাঁর পূর্ণ ধ্যান জ্ঞান।
ক্রূর বিদ্রোপ করি তব
আত্মম্ভরি...
পৃথিবীতে সফলদেরই পূজা হয়
ডেস্ক রিপোর্টঃ
এই পৃথিবীতে একমাত্র সফলদেরই পূজা হয়। এই শো অফের দুনিয়ায় চারদিকে ছবি হবে,আয়োজন হবে, পোস্ট হবে,প্রচারণা হবে সব সফলদের নিয়ে। কোনদিন খোঁজ না নেওয়া ব্যক্তিটিও...
বায়ান্নর ভাষা আন্দোলনের শ্লোগান “মাতৃভাষা বাংলা চাই” ছিলনা!
ডেস্ক রিপোর্টঃ
স্লোগানটা ছিলো "রাষ্ট্রভাষা বাংলা চাই", "মাতৃভাষা বাংলা চাই" নয়।
যারা বাংলায় কথা বলতো তারা তারপরেও বাংলাতেই কথা বলত পারতেন। ঘটনাটা এমন ছিলোনা যে জিন্নাহর...
হ্নীলা জাদিমুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন সিডিএফের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ।
২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সমন্নয়ক কমিটির নেতৃত্বে দিনের প্রথম প্রহরে সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে হ্নীলা উচ্চ বিদ্যালয় শহিদ...
টেকনাফে স্বশস্ত্র গ্রুপ কর্তৃক ফারুক নামের এক যুবক গুলিবিদ্ধ
সংবাদদাতাঃ
টেকনাফে জমি বিরোধের জের ধরে চিহ্নিত স্বশস্ত্র গ্রুপ কর্তৃক এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গুলি করে ফারুক নামের এক ব্যক্তিকে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়,...
সেন্টমার্টিনবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদ হোসেন
ডেস্ক রিপোর্টঃ
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সেন্টমার্টিন বাসীর দোয়া ও একান্ত সহযোগিতা কামনা করেন তরুণ সমাজসেবক, উদ্যোক্তা, শিক্ষানুরাগী, মুজিব আদর্শের...
টেকনাফে পল্লীবিদ্যুতের কর্মকর্তাদের উপর হামলার অভিযোগ
সংবাদদাতাঃ
টেকনাফে বকেয়া বিল ও অবৈধ বিদ্যুৎ সংযোগ রাখার দায়ে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ লাইন কাটতে গেলে দায়িত্বরত ব্যক্তিদের উপর অতর্কিত হামলার অভিযোগ ওঠেছে।
জানা যায়, আজ ২০...