হেলাল উদ্দিন, টেকনাফঃ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার রিজিয়নের আওতাধীন টেকনাফ-২ বিজিবির লেদা বিওপি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাতে লেদা খাল দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে লেদা বিওপি’র বিশেষ টহলদল দ্রুত উক্ত এলাকায় নৌকাযোগে নাফ নদীতে গোপনে অবস্থান নেয়।
১৬ ফেব্রুয়ারী আনুমানিক ভোররাত ৪:১০ মিনিটের সময় টহলদল ৩জন দুষ্কৃতকারীকে বিওপি-১১ হতে ১ কিঃ মিঃ দক্ষিণ-পূর্ব দিক দিয়ে ১টি বস্তা কাঁধে করে নাফ নদের কিনারায় নব্য জাগরিত চরে উঠতে দেখে চ্যালেঞ্জ করে। দুষ্কৃতকারীরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই বহনকৃত বস্তাটি ফেলে দিয়ে ঘন কুয়াশার সুযোগ নিয়ে চরের আঁড় ব্যবহার করে নাফ নদ সাঁতরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে টহলদল উক্ত স্থানে পৌঁছে তল্লাশী চালিয়ে ইয়াবা পাচারকারীর ফেলে যাওয়া ১টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতর হতে ৭৫ লক্ষ ৯ হাজার টাকা মূল্যমানের ২৫,০৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে, ইয়াবা কারবারীদের আটকের জন্য অত্র এলাকা ও পার্শ্ববর্তী স্থানে সকাল ৬ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন পাচারকারী বা সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। উক্ত স্থানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় ইয়াবা কারবারীদের সনাক্ত করাও সম্ভব হয়নি। তবে তাদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন, টেকনাফ ২বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন।