হেলাল উদ্দিন, টেকনাফঃ
টেকনাফ মডেল থানা পুলিশ পৌরসভার অলিয়াবাদ শাপলা চত্বর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ১৬ ফেব্রুয়ারী বিকাল সোয়া চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস টিম পৌরসভার শাপলা চত্বর মোড়ে অভিযান পরিচালনা করে টেকনাফের সাবরাং ইউনিয়নের আলীর ডেইলের মোঃ জয়নাল আবেদীনের স্ত্রী রাশেদা বেগম (৩০)কে আটক করে। আটক নারী হতে ৩ হাজার পিস ইয়াবা বড়ি ও মাদক বিক্রয়ের নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।