ডেস্ক রিপোর্টঃ
এই পৃথিবীতে একমাত্র সফলদেরই পূজা হয়। এই শো অফের দুনিয়ায় চারদিকে ছবি হবে,আয়োজন হবে, পোস্ট হবে,প্রচারণা হবে সব সফলদের নিয়ে। কোনদিন খোঁজ না নেওয়া ব্যক্তিটিও দেখবেন আপনার সফলতার পোস্টে অভিনন্দনের কমেন্টে ভাসিয়ে দিচ্ছে। সবাই সফলদের বন্ধু হতে চাইবে। পাশ ঘেঁষতে চাইবে। খুঁজে খুঁজে আত্মীয়তার সম্পর্ক বের করবে।
অথচ ব্যর্থ মানুষটাকে তার আপন ভাইও পরিচয় দিতে চাইবেনা। এই পৃথিবী অসম্ভব রকমের নিষ্ঠুর।
খুব বিশ্রীভাবে বিশ্রী। ব্যর্থদের জন্য এই পৃথিবী অসম্ভব রকমের প্রতিকূল। এই মহাকাল ব্যর্থদের ফেলে দেয় আস্তাকুঁড়ে। একবারও কেউ সেই ব্যর্থতার কারণ খুঁজবেনা।
সব সফল ব্যক্তিরাই কেন জানি অদ্ভুতভাবে ভালো ব্যক্তি হয়ে যাবে। ভালোবাসার পাত্র হয়ে যাবে নিমিষেই। আর দুনিয়ার যাবতীয় খারাপ আর ভৎসনা একমাত্র বিফল ব্যক্তিটির পাশে। সমস্ত তিরস্কার যেন তার ঝুলিতে। খুব নিষ্ঠুর বাস্তবতার এই পৃথিবীতে নিঃস্বার্থ গভীর ভালোবাসাও হেরে যাবে সফলতার কাছে।
ভালোবেসে ব্যর্থদের হাত ধরার মানুষ এই লোক সমাজে খবুই অল্প।
লেখক- এ.এম কাউসার, তরুণ লেখক ও গবেষক