বাবা বন্দি, ছেলে বন্দি
বন্দি পড়শি স্বজন,
ধনে মনে বেশভূষায়
প্যারিস নগরী পতন।
ইয়াবা মার্চেন্ট, ইয়াবাসেবী
বেঁধেছে ঐক্যজোট,
দিন দুপুরে শহর গেরামে
চলে হরিরলুট।
সমাজপতি নেতা-পাতি
নেই কোনো রঙ,
বাবার রাজ্যে ঢুকলে পরে
হচ্ছে সবাই গং।
কেউ মরে কেউ বেঁচে
মজাচ্ছে কারবারের হাল,
খোলশ পাল্টিয়ে তারা আবার
চালাচ্ছে বেসামাল।
পুলিশ র্যাব বিজিবি
আরো নানান তপস্বী,
চোখের ধুলোয় ফুঁ মেরে
করছে তেলেসমাতি।
ঘরে ঘরে শান্তি নেই
ইয়াবাসেবীর ঢলে,
সোনার বাংলায় ছেদ পড়েছে
বেজন্মা ননসেন্সদের ডরে!