হেলাল উদ্দিন, টেকনাফঃ
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড অভিযান চালিয়ে বিদেশি মদসহ ৩ পাচারকারীকে আটক করেছে।
১৮ মার্চ (বৃহস্পতিবার) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের গোয়েন্দা পরিদপ্তর শাখার (মিডিয়া কর্মকর্তা) লেঃ কমান্ডার আমিরুল হক জানান, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মায়ানমার হতে শাহপুরীর দিকে আসতে থাকা একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাকে সন্দেহ হলে কোস্টগার্ড স্পিড বোট নিয়ে নৌকাটিকে ধাওয়া করে আটক করে।
পরে কোস্টগার্ড সদস্যরা নৌকাটি তল্লাশি করে কার্টুনে মোড়ানো ২৫২ বোতল গ্রান্ড রয়েল হুইস্কি (বিদেশী মদ) ও কাঠের নৌকাটি জব্দ করে।
এ সময় মাদকদ্রব্য পাচারের সাথে জড়িত তিনজন মায়ানমারের মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত হুইস্কি (বিদেশী মদ) ও আটককৃত মাদক পাচারকারী এবং নৌকাটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এই কমকর্তা।