উয়েফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড রবার্ট লেভানডস্কি।সুইজারল্যান্ডের নিয়নে বৃহস্পতিবার (১ অক্টোবর) ২০১৯/২০ মৌসুমের বর্ষসেরার নাম ঘোষণা করে দুর্দান্ত মৌসুম কাটানো ৩২ বছর বয়সী এ ফরোয়ার্ড বায়ার্নের হয়ে চলতি মৌসুমে ৪৭ ম্যাচে ৫৫ গোল করেছেন।
শুধু সেরা পুরুষ ফুটবলারই নন, উয়েফার সেরা ফরোয়ার্ডও নির্বাচিত হয়েছেন লেভানডস্কি।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর সেরা তিন ফুটবলারের নাম ঘোষণা করে উয়েফা। এতে জায়গা করে নেয় ম্যানুয়েল নয়্যার, কেভিন ডি ব্রুইনা ও রবার্ট লেভানডস্কি। তবে আজ সেরার মুকুটটা লেভানডস্কির মাথায়ই উঠলো।
উয়েফা বর্ষসেরাদের তালিকা:
বর্ষসেরা পুরুষ ফুটবলার: রবার্ট লেভানডস্কি (বায়ার্ন মিউনিখ)
বর্ষসেরা নারী ফুটবলার: পারনিলে হার্ডার (উল্ফবার্গ)
বর্ষসেরা পুরুষ কোচ: হ্যান্সি ফ্লিক (বায়ার্ন মিউনিখ)
বর্ষসেরা নারী কোচ: জেন-লুক ভাসেউর (লিঁও)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা গোলরক্ষক: ম্যানুয়েল ন্যয়ার (বায়ার্ন মিউনিখ)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা ডিফেন্ডার: জসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা ফরোয়ার্ড: রবার্ট লেভানডস্কি (বায়ার্ন মিউনিখ)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা নারী গোলরক্ষক: সারা বওহাদ্দি (লিঁও)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা নারী ডিফেন্ডার: উইনডাই রেনার্ড (লিঁও)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা নারী মিডফিল্ডার: জেনিফার মারোজান (লিঁও)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা নারী ফরোয়ার্ড: পারনিলে হার্ডার (উল্ফবার্গ)