শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় সাকিব আল হাসান ফিরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। জানা গেছে, ১ লা অক্টোবর রাতেই যুক্তরাষ্ট্রে ফিরছেন তিনি।
আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। এজন্য বিকেএসপিতে অনুশীলনও শুরু করেছিলেন তিনি।
কিন্তু শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় পুনরায় সাকিব ফিরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। এর আগে প্রায় সাত মাস যুক্তরাষ্ট্রে থাকার পর গত ২ সেপ্টেম্বর দেশে আসেন সাকিব।
উল্লেখ্য, জুয়াডির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করায় এক বছরের জন্য সকল ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার কথা আগামী ২৯ অক্টোবর।