বহু রঙ বেরঙের সময়ের বড় স্বাক্ষী কক্সবাজারের গোলদীঘি। সময়ের পালাক্রমে অনাদরে-অবহেলায় গোলদীঘি তার সৌন্দর্য হারিয়ে ফেলে। অবশেষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সুনজরে কালের স্বাক্ষী গোলদীঘি নবরূপ লাভ করেছে। পর্যটন নগরী কক্সবাজারের পালকে যুক্ত হয়েছে নতুন আরেকটি বিনোদন স্পট।
নবরূপ পাওয়া কক্সবাজারের গোলদীঘি বিনোদন স্পট উদ্ভোধন করতে আজ কক্সবাজার আসছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। মন্ত্রী আজ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়নমূলক চলমান প্রকল্পগুলো পরিদর্শন করবেন বলে নিশ্চিত করেছেন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ এলডিএমসি পিএসসি।
এদিকে, উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে রাত ৮ টায় মন্ত্রী কউক নির্মিত গোলদীঘি’র অত্যাধুনিক নতুন বিনোদন স্পট পুকুর উদ্বোধন করার কথা রয়েছে।
উল্লেখ্য, ৯ অক্টোবর ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।