গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মোটরসের ৯১ লাখ টাকা আত্মসাৎ মামলায় ঢাকার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে আজ চট্টগ্রামের আদালতে তোলা হবে।
শনিবার বিকেলে তাকে ঢাকা থেকে চট্টগ্রাম কারাগারে নেয়া হয়।
মেগা মোটরসের মামলায় সাহেদকে ‘শ্যোন এরেস্ট’ দেখাতে আদালতে হাজির করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। ঢাকায় দুইশ সিএনজি অটোরিকশার রুট পারমিট নিয়ে দেয়ার আশ্বাসে মেগা মোটরসের ৯১ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানায় মামলা করে ওই প্রতিষ্ঠানের কর্মী সাইফুদ্দিন।
এই মামলায় সাহেদকে শ্যোন এরেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন জানানো হয়েছিল। আবেদনের ওপর শুনানির জন্য আদালত আজ তারিখ নির্ধারণ করে।