বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বাসায় হামলা ও বিক্ষোভের ঘটনায় ১২ নেতাকে বহিষ্কার।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় হামলা ও বিক্ষোভের ঘটনায় ঢাকা উত্তর মহানগর বিএনপির ১২ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ.বিএম.এ রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১২ সদস্যকে বহিষ্কারের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গঠণতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হল। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
গত শনিবার ঢাকা উপনির্বাচনে মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উত্তরার বাসায় ইট-পাথর ও ডিম নিক্ষেপ করে। এ ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। হামলার পর দোষীদের শাস্তি দাবি করে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।