সংবাদদাতাঃ
সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যংয়ে এবতেদায়ী মাদ্রাসা থেকে ফেরার পথে চার্জচালিত টমটমের ধাক্কায় এক শিশু শিক্ষার্থী রক্তাক্ত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তথ্য পাওয়া যায়।
জানা যায়, ১৮ অক্টোবর (রবিবার) সকাল ১১ টার দিকে উপজেলার হোয়াইক্যং উত্তর কাঞ্জর পাড়া এবতেদায়ী মাদ্রাসার ১ম শ্রেণীর ছাত্র ও স্থানীয় নবী হোছনের পুত্র মোঃ নাঈম (৭) মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে দক্ষিণ দিকগামী একটি টমটম ধাক্কা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে পড়ে যায়। উপস্থিত পথচারী’রা রক্তাক্ত মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের নিকট চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় লোকজন টমটমটি জব্দ করে রেখেছে বলে তথ্য পাওয়া যায়।